Friday, 7 January 2022

কেরোসিনের বাতি

উদরের জ্বালায় আজ বস্তা খেলাম

রাস্তার সস্তা মাংস কষা শুঁকে,

ফ্লাইওভারের মশারি টাঙিয়ে তিনটে দিন,

ঝম ঝম বৃষ্টির আতর গায়ে লাগলাম যেই;

দেখি সবাই এলিয়ে পড়ছে গায়ে

পায়ে লাগবি লাগ,দেব জুতোয় মাড়িয়ে!

চিৎকার শুনে বাবুর যদি ঘুম ভেঙে যায় মাঝরাতে;

ঘুমপাড়ানি রাতকুকুরের দল ভেবে আবার পাশফেরে!

সেয়ানারা বেশ হাঁক পাড়ছে,খাবার ছড়াচ্ছে ইতিউতি,

এসে পরে একটু ঠোঁটে নিয়ে যাও,বাড়ির বাচ্চা খাবে

তুমিও খাও,পাখিও খায়,খায় এটো কুকুরের দল,

তোমার ভেদবমি হলে ওই কি যেন বলে-

কুকুরের পেটে কি আর ঘি ভাত সহ্য হয়!

 

চল যাই,তুমিও আমি পাশাপাশি,

ঠিক ভেবেছ ,শহর চেনো(!) তাই তো মানুষ নিয়ে হাসাহাসি

অনেক হয়েছে যখন ,এবার তবে দেয়াল লিখি :

তিনটে দেয়ালে লিখলাম ,তিন সত্যি-

আমি চোর, আমরা চোর, ওরাও চোর

..একা একা ঘুরি বাউন্ডুলে ,আর দেয়াল লিখি

একদিন শেষে আদেশ এল চিঠির বেশে-

অনেক  সে চিঠি  শেষে শুনি অন্ধ পেয়াদা পড়তে পারে না!

পড়ার জন্য আমায় ডেকে, শেষে আমায় দিলে রাজদ্রোহের সাজা

আমি শুধু মরার আগে বলতে গেলাম

রূপকথার রাজকুমার! তোমরা তো সব জন্মেই বোবা !”

(11th june, library HRI,1pm)

No comments:

Post a Comment