Friday, 7 January 2022
গীডারের জন্মদিনে
শুভ জন্মদিন। দেখতে দেখতে ১৮ বছর হয়ে গেল এই গল্পটারও। ঝাউ ছাতিম এর ভূতিয়া গালগল্প, ইস্কুল ঘরের মাটির দাওয়ায় বসে পুরনো বিলেট দিয়ে কাচা আম, কাগজফুলের গাছ, শিশু গাছের গোড়ায় ছাল তুলে পানের পসরা নিয়ে বসা, আকাশপানির ফল দিয়ে সাবানের ফেনা, আজানা ফুলের রেণু দিয়ে উদুম হাচি, ইস্কুলের মাঠের পাশের কাচের মত স্বচ্ছতোয়া জল ছুটছের দৃশ্য, শীতলা মাড়য় বটের ঝুরি ধরে ঝুলা, খুপরি ইঁটের ভেতরে দুটাকা পাওয়া, কিংবা রান্নাবাটি-পাচঘুটি - অস্টা- কিতকিত- বৌমারি - ফুলফল- মাংসচুরি-কুকলুকানি- পাতালুকানি- মেলা রে মেলা - কইড়া - গিল্লি - গুলি - চম্পাই - পিন্টু- ক্রিং ক্রিং থেকে ক্রিকেট...সবকিছুর জন্যে ❤️ এজীবনে এগুলো ভাগ করে নেওয়ার মত মানুষেরা সংখ্যালঘু, এস্বাদের ভাগ ও হয়না তেমণকরে!! সবশেষে জেঠিমার মিড ডে মিলের রান্না করা আলুভাতে আর সয়াবিনের তরকারিটা আজ অব্দি মুখে লেগে আছে। ঐরকমটা আর হবেনাকো কক্ষনো !
Subscribe to:
Post Comments (Atom)
-
পৃথিবীর মধ্যে মিনি সূর্য তৈরি হতে চলেছে দক্ষিণ ফ্রান্সের Saint-Paul-lès-Durance এ। সেই সূর্য তৈরিতে ভারতও তাল মিলিয়ে চলছে আর পাঁচটা দেশের সঙ...
-
খুব পুরোন হয়নি সেই সব দিনে দুপুরের গলিটা কাক ডেকে ডেকে ক্লান্ত হত যখন পৃথিবী তখন ...
No comments:
Post a Comment