Saturday, 8 January 2022

Singularity


সময়ের ফের
--------*---------
           চলে যায় তরী
        পৃথিবীর শুন্য ঘাটে,
         চলকে পড়ে জল
 ঠিক যেন আগের জনমগাথা
ছলাৎ ছলাৎ এসে ফিরে যায়।
       সেই নামেতে আবার
       ছোঁয়াচ মেপে ফিরছে
       সেই সুর ,সেই কথা।
 কবেকার ভীষণ সে অন্ধগলি,
 রাজপথ ডিঙিয়ে নীরব সময়ের 
      একদুপশলা মেঘবৃষ্টি এনে,
      থমকে গেল জনারণ্যে।
 সেও হবে কোন এক নিশাচর
 সময়  কেনে ফেরে , না জানি কোন
      অগাধ জন্ম আগে থেকে।
      অদ্যবধি দুঃস্বপ্ন ছিল,
   ছিল অন্য এক জীবনবোধ,
    অতঃপর হল শিলালিপি।

      13th May,2019


No comments:

Post a Comment